মোঃ জিহাদুল ইসলাম আনসারী
(বিশেষ প্রতিনিধি, ঢাকা জেলা):
আজ (২৭মে) বুধবার সকালে ধামরাইয়ে তীব্র গতিতে কালবৈশাখী ঝড় বয়ে যায়। এতে কৃষকরা ফসলের ব্যাপক ক্ষতির আশংকা করছেন৷
চলতি মৌসুমে ধামরাইয়ের রোয়াইল ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামে ধানের বাম্পার ফলন হয়েছে। চরসুঙ্গর, খড়ারচর,সেনাইল, দধিঘাটা, রোয়াইল, সুঙ্গর, বহুতকুল এসব এলাকার কৃষকেরা আওয়ার বাংলাদেশ টুয়েন্টিফোর ডটকম এর এ প্রতিবেদককে বলেন,
“এ বৎসর আমাদের এলাকায় ধানের অনেক ভাল ফলন হয়েছে। কিন্তু কালবৈশাখী ঝড়ে আমাদের ব্যাপক ক্ষতি হয়ে গেল৷
ক্ষতির পরিমান জানতে চাইলে ইউনিয়ন কৃষি অফিসার মোঃ আঃ হাকিম বলেন,
এই কালবৈশাখী ঝড়ে আনুমানিক ১০ হাজার মেট্রিক টন ধানের ক্ষতি হতে পারে৷
এ ব্যাপারে কৃষকদের উদ্দেশ্যে বহুতকুল “মাদরাসাতুল বানাতে”র ভাইস প্রিন্সিপাল মাওলানা মুফতী রফিকুল ইসলাম আজাদী
বলেন, আপনারা কেউ ভেঙে পরবেন না৷ এ সবই মহান আল্লাহ তায়ালার ফায়সালা৷ আপনাদের ভাগ্যে যতটুকু ফসল ধার্য করা হয়েছে আপনারা ততটুকুই পাবেন এতে কোন সন্দেহ নেই।
Sharing is caring!