ধামরাইয়ের কোয়ারেন্টাইন সেন্টার থেকে ২৬ টি সিলিং ফ্যান চুরি
আওয়ার বাংলাদেশ
প্রকাশিত মার্চ ২২, ২০২০
আওয়ার বাংলাদেশ: ঢাকার ধামরাইয়ের কৃষ্ণনগর হাসপাতালের কোয়ারেন্টাইন সেন্টার থেকে ২৬ টি সিলিং ফ্যান চুরি হয়েছে। রোয়াইল ইউনিয়নের এ হাসপাতালের ২০ শয্যা বিশিষ্ট কোয়ারেন্টাইন সেন্টারের বিভিন্ন কক্ষ থেকে ফ্যানগুলো চুরি হয়। স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল কালাম সামসুদ্দীন মিন্টু জানান, চুরির বিষয়টি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নূর ইফফাত আরাকে অবগত করা হয়েছে।ডা. নূর ইফফাত আরা জানান, তিনি এ উপজেলায় যোগদানের আগেই চুরির ঘটনা ঘটেছে। তবে ফ্যানের অভাবে রোগী ও স্টাফদের যাতে কোন কষ্ট না হয় সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি। ধামরাইয়ে ইতিমধ্যে বিদেশফেরত তিনজনসহ আট জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। কাজেই উপজেলার একমাত্র কোয়ারেন্টাইন সেন্টারটি সম্পূর্ণভাবে ব্যবহার উপযোগী করা প্রয়োজন বলে মনে করেন এলাকাবাসী।