নিউজ ডেস্ক: বাংলাদেশের করোনা পরিস্থিতির সর্বশেষ খবর: নতুন শনাক্ত ২,৫২৩ জন।(রেকর্ড) (হার ২২.৩৩%)
মোট শনাক্ত -৪২,৮৪৪জন।
নতুন মৃত্যু – ২৩ জন। (মৃত্যু হার ১.৩৬%)
মোট মৃত্যু – ৫৮২জন।
নতুন সুস্থ – ৫৯০জন।
মোট সুস্থ – ৯,০১৫জন।
নমুনা পরীক্ষ-১১,৩০১জনের।
মোট নমুনা পরীক্ষা ২,৮৭,১২০ জনের।
সূত্রঃ স্বাস্থ্য অধিদপ্তর
করোনায় বিশ্বে এখন পর্যন্ত ২১৩টি দেশ/অঞ্চলে প্রাণহানি ৩,৬২,৮১জন। আক্রান্ত ৫৯,০৯,০০৬ জন।সুস্থ হয়েছেন ২৫,৮১,৯৫১৩১,৬৬ জন।
নিজে নিরাপদে থাকুন, পরিবারকে নিরাপদে রাখুন। স্বাস্থ্যবিধি মেনে চলুন৷
Sharing is caring!