লবিব আহমদ: বিশ্বব্যাপী মহামারী নভেল করোনায় বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৫০৩ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হলেন ৪,৬৮৯ জন।
আর ভাইরাসে দেশে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৪ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১৩১ জনে।
গত ২৪ ঘণ্টায় মোট ৩৬৮৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে এই ৫০৩ জন আক্রান্ত হয়েছেন।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আজ নিয়মিত প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন, “গত একদিনে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৪ জন। এ নিয়ে মোট ১১২ জন সুস্থ হয়েছেন।
Sharing is caring!