আব্দুল কাদের
স্টাপ রিপোর্টার:
উম্মুল মাদারিস দারুল উলুম দেওবন্দের সিনিয়র উস্তাদ তাফসিরে জালালাইনের ব্যখ্যাগ্রন্থ জামালাইনের লেখক হযরতুল আল্লামা জামাল উদ্দিন বুলন্দশহরী আজ বিকেল আনুমানিক ৪.৩০ মিনেটের সময় মিরাট এক হসপিটালে চিকিৎসাধিন অবস্থায় ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন।
মরহুমের ইন্তেকালে জাতি বড় এক রাহবর কে হারিয়েছেন বলে দুঃখ প্রকাশ করছেন, হাটহাজারী সহ দেশের সর্বস্তরের আলেম উলামাগন।
Sharing is caring!