দুষ্কৃতকারীরা বঙ্গবন্ধুর ভাস্কর্যে হামলা চালিয়ে দোষ চাপাতে না পারে, সে জন্য পাহারা

আওয়ার বাংলাদেশ ডেস্ক ২৪
প্রকাশিত ডিসেম্বর ১৬, ২০২০
দুষ্কৃতকারীরা বঙ্গবন্ধুর ভাস্কর্যে হামলা চালিয়ে দোষ চাপাতে না পারে, সে জন্য পাহারা
কোনো দুষ্কৃতকারী যেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে হামলা চালাতে না পারে, সে জন্য ওই স্থানে পাহারা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের একদল স্বেচ্ছাসেবক।বঙ্গবন্ধুর ভাস্কর্য পাহারা দিল ইসলামী আন্দোলনআজ বুধবার মহান বিজয় দিবস উপলক্ষে বরিশাল মহানগরের ফজলুল হক অ্যাভিনিউয়ে সমাবেশ ও বিজয় র‌্যালির আয়োজন করে সংগঠনটি। সেই সমাবেশকে কেন্দ্র করে যেন কোনো দুষ্কৃতকারী সুযোগ নিতে না পারে, সে জন্যই এ পদক্ষেপ।এ সময় নগরীর সদর রোড, ফজলুল হক অ্যাভিনিউসহ আশপাশের এলাকায় অবস্থিত মন্দির ও গির্জাগুলোতেও পাহাড়া দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

তথ্যটি নিশ্চিত করে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক কেএম শরীয়তউল্লাহ বলেন, মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এই সমাবেশকে কেন্দ্র করে কোনো দুষ্কৃতকারী যেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য বা ম্যুরাল এবং মন্দির বা গীর্জায় হামলা চালিয়ে আমাদের ওপর দোষ চাপাতে না পারে, সে জন্য শায়েখে চরমোনাইয়ের নির্দেশে এ ব্যবস্থা গ্রহণ করা হয়। সতর্ক থাকাটা আমাদের দায়িত্ব এবং সে ব্যবস্থাই নেয়া হয়েছে।

ইসলামী আন্দোলনের অনুষ্ঠান চলাকালীন নিরাপত্তার জন্য এই সব স্থানে সর্বমোট ৩০০ জন স্বেচ্ছাসেবক নিয়োজিত ছিল বলে জানান তিনি।

Sharing is caring!