মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রেস সচিব গতকাল মঙ্গলবার সকালে বলেছেন, দিনে একাধিকবার ট্রাম্পের করোনা পরীক্ষা করা হয়েছে। তবে একেবারে উল্টো কথা শোনালেন ট্রাম্প নিজেই। দিনে একাধিকবার করোনা পরীক্ষা করার ব্যাপারে তিনি জানেনই না বলে জানিয়েছেন।
ট্রাম্পের দাবি, আমি একবারের বেশি করোনা পরীক্ষার ব্যাপারে জানি না। গড়ে প্রতি দুই থেকে তিন দিনে অন্তত একবার আমি করোনা পরীক্ষা করাই। এক দিনেই একাধিকবার আমার করোনা পরীক্ষার ব্যাপারে জানি না।
অন্যদিকে প্রেস সচিব ম্যাকইনানি বলেছেন, যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ করোনা পরীক্ষা করানো মানুষ ডোনাল্ড ট্রাম্প। যে কারো চেয়ে তিনি বেশিবার করোনা পরীক্ষা করিয়েছেন। একদিনেই কয়েকবার। আর আমাদের বিশ্বাস, তিনি ঠিক আছেন।
তিনি আরো বলেন, তিনি একদিনে কতবার করোনা পরীক্ষা করিয়েছেন, সেই সংখ্যাটা পড়তে চাচ্ছি না। কিন্তু কখনো কখনো তিনি একাধিকবার পরীক্ষা করিয়েছেন।
যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গায় দীর্ঘ সময় অপেক্ষার পর একদিন, কখনো সপ্তাহ পর ফল পাওয়ার জেরে এমনিতেই ক্ষোভ রয়েছে। এ পরিস্থিতিতে ট্রাম্পের এতবার করোনা পরীক্ষা নিয়ে সমালোচনা শুরু হয়েছে।
সূত্র : বিজনেস ইনসাইডার