জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তান (ফ) এর প্রেসিডেন্ট মাওলানা ফজলুর রহমানের আবেদনের প্রেক্ষিতে পাঞ্জাব নির্বাচন কমিশন দলের নাম পরিবর্তনের আবেদন গ্রহণ করেছেন।
ডেইলি পাকিস্তান জানায়, জমিয়তে উলামায়ে ইসলামের দায়ের করা আবেদনে আজ সোমবার পাঞ্জাব নির্বাচন কমিশন এ ঘোষণা দেন। অবসরপ্রাপ্ত বিচারপতি আলতাফ ইব্রাহিম কোরেশির নেতৃত্বে চার সদস্যের বেঞ্চ জমিয়তে উলামায়ে ইসলামের নাম পরিবর্তনের অবেদন মঞ্জুর করেন।
জমিয়তে উলামায়ে ইসলামের পক্ষে উপস্থিত ছিলেন আইনজীবী কামরান মুর্তাজা। তিনি বলেন, জমিয়তে উলামায়ে ইসলামের নামের শেষে (ফ) বাতিল করার বিষয়ে আবেদন করা হয়েছিলো।
ডেইলি পাকিস্তান থেকে অনুবাদ