মাসুম রাব্বানী (বিশেষ প্রতিনিধি):
নিরব ঘাতক কোভিড-১৯ করোনা ভাইরাসের প্রভাবে বিশ্ব এখন বিপর্যস্ত৷ বাদ যায়নি আমার বাংলাদেশও৷ জনজীবন হুমকির মুখে৷ অর্থনীতি প্রায় ডাউন৷ সবকিছু বন্ধ৷
এ কঠিন পরিস্থিতিতে যারা মানবতার কল্যাণে কাজ করছেন, তারাই এ সময়ের বীর৷
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার ২নং রাউতি ইউপির বিভিন্ন গ্রামে প্রাথমিক স্কুলের বাচ্চাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষা ঠিক রাখতে তিন শতাধিক শিশুকে স্বাস্থ্য সেবা প্রদান করেন বিশিষ্ট সমাজ সেবক, মানবাধিকার নেতা, শিশু সংগঠক, সুজন এর ২ নং রাউতি ইউপির সভাপতি জনাব আফজাল হোসেন (আজম)।
জনাব আফজল হোসেন বলেন, তিনি ভবিষ্যতে যেন দেশ ও মানবতার খেদমত করতে পারি, সে জন্য সকলের কাছে দোয়া চাই৷ সর্বদা আর্তমানবতার সেবায় যেন আত্বনিয়োগ করতে পারি, সেটাই কামনা করি৷
Sharing is caring!