ঢাকার আশুলিয়ায় মহা সড়কে ট্রাক চাপায় সজীব (২৩) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এছাড়াও মোটরসাইকেলের চালক আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ৮টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের পল্লীবিদ্যুৎ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক চালক ও কার্ভাডভ্যানটি আটক করা সম্ভব হয়েছে। তবে আটক কাভার্ডভ্যান চালকের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
নিহত সজিব বরিশাল জেলার হারুন হাওলাদারের ছেলে। তিনি রাজধানীর বংশাল শাখার একটি সুজুকি মোটরসাইকেল শো-রুমের টেকনিশিয়ান পদে কর্মরত ছিলেন।
পুলিশ জানায়, বিকেলে গাজীপুরে সুজুকি কোম্পানির একটি ট্রেনিং ওয়ার্কশপে অংশ নিয়ে ঢাকায় মোটরসাইকেলে ফিরছিলেন সজীব ও তার এক সহকর্মী। তারা পল্লীবিদ্যুৎ এলাকায় পৌঁছালে একটি কাভার্ডভ্যান তাদের পেছন থেকে চাপা দেয়। এতে মোটরসাইকেলের পিছনে বসা সজীব সড়কে পড়ে কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন ও মোটরসাইকেল চালক সাব্বির আহত হন। পরে স্থানীয়রা কাভার্ডভ্যান ও এর চালককে আটক করে পুলিশে দেয়।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আল মামুন কবির বলেন, নিহতের লাশ সাভার হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও কাভার্ডভ্যানটিও হাইওয়ে পুলিশ নিয়ে গেছে। আটক কাভার্ড ভ্যানের চালককে আশুলিয়া থানা হেফাজতে রয়েছেন। এ ঘটনায় নিহতের পরিবারকে খবর দেয়া হয়েছে। তারা আসলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Sharing is caring!