মিজানুর রহমান (টাংগাইল জেলা প্রতিনিধি):
আজ ২৯ ই মে, শুক্রবার টাঙ্গাইলের ঘাটাইলে ধান ও খড় শুকানোকে কেন্দ্র করে চাচা ভাতিজার মধ্যে সংঘর্ষের ঘটনায় ভাতিজা নিহত হয়েছে৷
সকাল ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহত ব্যক্তি উপজেলার আনেহলা ইউনিয়নের বগাজান গ্রামের আলতাব হোসেনের ছেলে সোহাগ মিয়া৷
আনেহলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তালকুদার মো. শাহজাহান বলেন, উঠানে ধান ও খড় শুকানোকে কেন্দ্র করে গতকাল বৃহস্পতিবার আজমত আলী ও আকসের আলীর সাথে ভাতিজা সোহাগ মিয়ার ঝগড়া হয়।
এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি শুরু হলে চাচারা লাঠি দিয়ে আঘাত করে সোহাগের মাথায়৷ এতে ভাতিজা সোহাগ আঘাত খেয়ে মাটিতে লুটিয়ে পড়ে।
উপস্থিত লোকজন তাকে হাসপাতেলে ভর্তি করে৷ আজ সকালে সে মারা যায়৷
Sharing is caring!