তানিম ইবনে তাহের
স্টাপ রিপোর্টার:
মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে নলছটি উপজেলার হাড়ী-খালী এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, ওই এলাকায় নির্মাণাধীন একটি বৈদ্যুতিক টাওয়ারে কাজ করছিলো দবিরুলসহ বেশ কয়েকজন শ্রমিক। এ সময় হঠাৎ করেই হাত ফসকে নিচে পড়ে যায় শ্রমিক দবিরুল। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে নিলে মৃত ষোষণা করেন চিকিৎসক।
Sharing is caring!