মোঃ আঃ রহমান (পিরোজপুর প্রতিনিধি):
পিরোজপুরের মঠবাড়িয়ায় করোনা সংক্রমন রোধে প্রশাসনের কঠোর লকডাউন ভেঙে চাঁদপুর থেকে মঠবাড়িয়া আসায় ৬ যাত্রীকে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রাখা হয়েছে। সোমবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সের প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রাখা হয় তাদের।
জানাগেছে, চাঁদপুর থেকে বরিশাল, বরিশাল থেকে সিএনজি যোগে মঠবাড়িয়া আসার পথে খবর পেয়ে উপজেলা চেয়ারম্যানের নির্দেশে সোমবার গভীর রাতে থানা পুলিশ উপজেলা পরিষদের সামনে থেকে তাদের আটক করে। আটককৃতরা হলেন সাপলেজা ইউনিয়নের ঝাটিবুনিয়া গ্রামের জাহানারা বেগম, দুলাল, হাতেম, সোহেল, রিপন, এবং একই গ্রামের নুরুল আমিন।
পরে এই ৬ জন যাত্রীকে প্রশাসনের নির্দেশে গভীর রাতে বাধ্যতামূলক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রাতিষ্ঠানিক আইসোলেশন ইউনিটে রাখা হয়।
Sharing is caring!