এম এম জোবায়ের (বিশেষ প্রতিনিধি): ঠাকুরগাঁও জেলার আরেকটি নক্ষত্র ঝরে গেল৷ আল্লাহ তা’লার ডাকে সাড়া দিয়ে চলে গেলেন ঠাকুরগাঁওয়ের মুফতী ওবাইদুল মতিন রহ.৷
গত ১২ মে মঙ্গলবার ঠাকুরগাঁও জেলার কৃতি সন্তান দিনাজপুর জেলার হাকিমপুরের হিলি জামিয়ার সাবেক প্রধান মুফতি মুহাদ্দিস ও বর্তমান ঠাকুরগাঁও গোয়াল পাড়া মাদ্রাসার মুহতামিম ও শাইখুল হাদীস আলহাজ্ব মুফতি ওবায়দুল মতিন বিকেল ৩.৫০ মিনিটে ইন্তেকাল করেন৷
জানা গেছে, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন৷
আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসের আ’লা মাক্বাম নছিব করুন৷
Sharing is caring!