সাইফুল্লাহ আল মনির, বিশেষ প্রতিনিধি:
আজ 30/5/2020 ইংরেজি তারিখ, শনিবার থেকে চরমোনাই জামিয়ার কওমিয়া শাখায় নতুন/পুরান ছাত্রদের ভর্তি কার্যক্রম শুরু হবে৷
পুরাতন ছাত্ররা মোবাইলে যোগাযোগ করে দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে ভর্তি হতে পারবে।
নতুনদের স্বশরীরে উপস্থিত হতে হবে৷
ভর্তি হয়ে মাদ্রাসায় অবস্থান করা যাবে না৷ সরকার নির্ধারিত খোলার তারিখে সকল ছাত্র মাদরাসায় উপস্থিত হবে ৷
শুক্রবার এক ভিডিও বার্তার মাধ্যমে জামেয়ার সম্মানিত আদীব মুফতী মিজানুর রহমান কাসেমী এই তথ্য জানান৷ তিনি বলেন, সকল শাখার জন্য আলাদা আলাদা উস্তাদ রয়েছে এবং ক্লাস প্রধানদের সাথে যোগাযোগ করে পুরাতন ছাত্ররা ভর্তি হতে পারবে।
তিনি বিস্তারিত জানতে অফিসের মোবাইলে যোগাযোগ করতে সকল ছাত্র, অভিভাবক ও হিতাকাঙ্খিদের অনুরোধ করেন।
Sharing is caring!