আব্দুল কাদের
হাটহাজারী প্রতিনিধি:
চট্টগ্রাম নগরীর বন্দর থানাধীন মাইলের মাথা এলাকায় লরীর সাথে ধাক্কা খেয়ে হাটহাজারী উপজেলার ফতেয়াবাদ পশ্চিম ছড়ারকুল গ্রামের এক যুবকের মৃত্যু ঘটেছে। নিহতের নাম মোহাম্মদ আব্দুল্লাহ (৩০), সে স্থানীয় রাজ আবাসিকের বাসিন্দা জনাব মোঃ গোলাম মোস্তাফার ছেলে । আব্দুল্লাহ ইপিজেডের একটি বিদেশি কোম্পানির অফিসে চাকুরী করতেন। কাজ শেষ করে বাড়ী ফেরার পথে গতকাল বুধবার লরীর সাথে ধাক্কা লাগে। গুরুতর আহতবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তাকে মৃত্যু বলে ঘোষণা দেওয়া হয় আব্দুল্লাহকে।
Sharing is caring!