- মুহাম্মদ রুবেল ইসলাম
- নলছিটি উপজেলা প্রতিনিধি
ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে ঝালকাঠির কাঠালিয়ায় বিধ্বস্ত হওয়া ঘর-বাড়ী নির্মাণ কাজ শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
বৃহস্পতিবার দুপুরে শেখ হাসিনা সেনানিবাসের ৭ পদাতিক ডিভিশনের ২২ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের সেনাবাহিনীর একটি দল উপজেলার দক্ষিন আউরা গ্রামের দরিদ্র মহিউদ্দিন খানের বিধ্বস্ত ঘর নির্মাণ কাজ শুরু করে।
এ সময় ক্যাপ্টেন মাহবুব হাসান শাতিল জানান,আম্পানে মহিউদ্দিন খানের বিধ্বস্তঘর দিয়ে আমাদের নির্মাণ কাজ শুরু হয়েছে। পরবর্তীতে এ কার্যক্রম অব্যাহত থাকবে।
সিনিয়র ওয়ারেন্ট অফিসার আজহারুল হকসহ সেনাবাহিনীরএকটি দল ঘর নির্মাণ কাজে নিয়োজিত রয়েছে।
Sharing is caring!