- মিজানুর রহমান
- টাংগাইল জেলা প্রতিনিধি
গত রাতে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ি ইউনিয়নের বেলটিয়া গ্রামে যমুনা সেতুর পুর্ব দক্ষিণ পাশে সেতু রক্ষা বাধের কাছেই আচমকা ভয়ানক ভাঙ্গন শুরু হয়,
স্থানীয় মানুষ যখন গভীর ঘুমে ঠিক তখনই একে একে মুহুর্তের মধ্যেই পানির নিচে দেবে যেতে থাকে বাড়ি ঘর ভীটে মাটি।
কোন রকম প্রাণ নিয়ে সরে জান দেবে যাওয়া বাড়িতে অবস্থানকৃত মানুষরা। একেবারে নিঃশ্ব করে সবকিছু নিয়ে গেল রাক্ষুসে যমুনা নদী।
এতে চরম ভয়ে আছেন আসেপাশের যমুনা পাড়ে বসবাসরতরা, এভাবে ভাঙ্গতে থাকলে আস পাশের কয়েকটি গ্রাম প্লাবিত হওয়ার পাশাপাশি বিলিন হয়ে যেতে পারে নদী গর্ভে।।
যদিও প্রতি বছর এভাবে বিলিন হয়ে যায় বিভিন্ন এলাকা, পালাক্রমে মানচিত্র থেকে মুছে যায় উক্ত এলাকার নতুন নতুন গ্রামের অংশ ।।
Sharing is caring!