নিউজ ডেস্ক:
বিশ্বব্যাপী মহামারী নভেল করোনায় বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪১৪ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হলেন ৪,১৮৬জন।
আর ভাইরাসে দেশে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও সাত জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১২৭ জনে।
গত ২৪ ঘণ্টায় মোট ৩৪১৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে এই ৪১৪ জন আক্রান্ত হয়েছেন।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আজ নিয়মিত প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন, “গত একদিনে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৬ জন। এ নিয়ে মোট ১০৮ জন সুস্থ হয়েছেন”।
Sharing is caring!