স্পোর্টস ডেস্ক:
নবান্ন উৎসব উপলক্ষে কিশোরগঞ্জে গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিয়াম ল্যাবরেটরি স্কুল মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জেলা ক্রীড়া অফিসের আয়োজনে বালক বিভাগে মোরগ লড়াই, বোমবাস্টিং, দড়ি লাফ এবং ঘুড়ি ওড়ানো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়া বালিকা বিভাগে মোরগ লড়াই, বোমবাস্টিং এবং দড়িলাফ খেলা অনুষ্ঠিত হয়। তবে আয়োজনের মূল আকর্ষণ ছিলো কিশোরগঞ্জের বলি খেলা। প্রদর্শণীমূলক এই প্রতিযোগিতায় অংশ নেন মামুন, শাওন, সালমান এবং শুভ। গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতার তত্ববধানে ছিলেন কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ গোলাম মোস্তফা। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাদির মিয়া, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রাবেয়া আক্তার ও জেলা ক্রীড়া অফিসার আল-আমিন।
Sharing is caring!