দিনাজপুর প্রতিনিধি:
দেশে করোনা ভাইরাসের সংক্রমন বেশি হওয়ায় দিনাজপুরের হাকিমপুর থানায় বৈগ্রাম ও নওপাড়ায় ফুল লকডাউন চলছে৷ গ্রামের মানুষ স্বেচ্ছায় রাস্তায় বাঁশ দিয়ে ব্যারিকেড তৈরি করেছে যেন যাতায়াত ও বাহিরে ঘুরাফিরা নিয়ন্ত্রন করা যায়৷
বৈগ্রামের মেম্বার শামসুল হক এ প্রতিবেদককে বলেন, মধ্যরাতে উপজেলা প্রশাসক ফোনে লকডাউনের বিষয়টি জানান৷ তারপর গ্রামের লোকেরা নিজ উদ্যোগে কাজটি করেছে৷
গ্রাম সুরক্ষিত রাখার জন্য অন্য গ্রামের লোকদের গ্রামে আসতে দেয়া হবেনা এবং এ গ্রামের লোকও বাইরে যেতে পারবেনা বলে মন্তব্য করেন তিনি৷
তিনি আরো জানান, বিশেষ প্রয়োজনে যদি গ্রামের কেউ বাহিরে যায় তাহলে আসার পর তাকে ডেটল ও সাবান দিয়ে হাত ধুতে হচ্ছে এবং স্প্রে ও করা হচ্ছে৷
Sharing is caring!