মিজানুর রহমান:
টাংগাইল জেলা প্রতিনিধি:
ঢাকা জেলা ধামরাই থানার রোয়াইল ইউনিয়নের চর সঙ্গুর আরালিয়ার রাস্তা খুব খারাপ ছিলো।
কোন যানবাহন চলতে পারতো না, চলা-ফেরাও কষ্টকর ছিল।
এলাকার লোকজন এই রাস্তা সংস্কারের জন্য
এমপির কাছে আবেদন করলে এমপি সংস্কারের কাজ শুরু করেন, কিন্তু কিছু দিন পরেই
মহামারি শুরু হয়ে যাওয়ার কারনে কাজ বন্ধ হয়ে যায়।
এর মধ্যে আবার নদীর জোয়ারে পুরো গ্রাম ডুবে রাস্তা ভেঙে যায়।
এই রাস্তায় আজ থেকে কাজ শুরু হয়েছে।
Sharing is caring!