নুরুল হক (নোয়াখালী জেলা প্রতিনিধি):
বর্তমান পরিস্থিতি খুবই ভয়াবহ৷ করোনা আতংকে শিক্ষা প্রতিষ্ঠান সহ সরকারী, বেসরকারী সকল অফিস আদালত বন্ধ৷ পুরো দেশ জুড়েই চলছে করোনার আতংক৷
এরই মধ্যে নোয়াখালীর বিভিন্ন অঞ্চলে চলছে মৌসুমি ফুটবল খেলা৷ কখনও খেলছে সিনিয়র-জুনিয়র ব্যাচ নামে, কখনও বিবাহিত -অবিবাহিত মিলে, চারপাশে থাকে দর্শকদের ভীড়, নেই কোন সামাজিক দূরত্ব, নেই কোন মাস্ক। প্রশাসনের সহযোগিতাও চেয়েও পাওয়া যাচ্ছেনা।
সচেতন মানুষের দাবী, নোয়াখালী জেলাসহ সকল জায়গায় আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ ব্যবস্থা নিক৷
Sharing is caring!