করোনা
আলাউদ্দীন জিহাদ
করোনা কে ভয় করছো তুমি,
হচ্ছো দিশেহারা।
চিনলে না সেই প্রভু কে তুমি,
যার ইশারায় মহামারী।
হয়েছে আমার প্রভু নারাজ,
দিবানিশি গোনাহের তরে।
চাইতে হবে ক্ষমা আজি,
বিধান তাহার পালণ করে।
দিবা নিশি ডাকতে হবে,
মহান প্রভু কে।
না হয় তোমার বাচার উপায়,
নেই যে কোনো ভাবে।
লেখক:-
আলাউদ্দীন জিহাদ
তরুণ সাংবাদিক ও লেখক
Sharing is caring!