নিউজ ডেস্ক:-
বিশ্বব্যাপী মহামারী নভেল করোনায় বাংলাদেশে নতুন করে শনাক্ত হয়েছেন ৩৯০ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩,৭৭২ জনে।
গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে এখন পর্যন্ত ১২০ জনের মৃত্যু হলো।
আজ বুধবার দৈনিক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছে বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর।
গত ২৪ ঘণ্টায় ৩,০৯৬টি নমুনা পরীক্ষা করে আক্রান্তদের শনাক্ত করা হয়েছে, যা প্রায় ১০ শতাংশ।
সর্বশেষ মারা যাওয়া ১০ জনের মধ্যে পুরুষ সাতজন, নারী তিন জন।
এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন পাঁচজন এবং এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৯২ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে ঢাকায়। এরপরেই নারায়ণগঞ্জ, গাজীপুর, নরসিংদী ও কিশোরগঞ্জে বেশি রোগী শনাক্ত হয়েছে।
Sharing is caring!