জানোয়ার দেখতে যাইতে হবে না আর জংলায়,
জানোয়ার দেখতে চোখ রাখ পত্রিকায়,
নামে জানোয়ারগুলো আজ জংলায়।
অমানুষ কিছু জানোয়ার মানুষ ভেসে ঘুরে বেড়ায়,
যখন ওরা হুচট খায়,তখন ওদের পত্রিকায় দেখা যায়।
জানোয়ার দেখতে যাইতে হবে না আর জংলায়,
জানোয়ার দেখতে চোখ রাখ পত্রিকায়।
ছাত্রলীগ, যুবলীগ, ডাক্তার, পুলিশ কত রুপ নেয় ওরা,
হোচট খেলেই আসল রুপ পরে ধরা,
বেইজ খুলে ওদের জুতার মালা পড়া,
সমাজ থেকে ওদের দূর তাড়া,
ওদের আশ্রয়তো জংলা।
Sharing is caring!