নিউজ ডেস্ক:
এবার এসএসসি’র ফলাফল কোন শিক্ষা প্রতিষ্ঠানে পাঠানো হবেনা বলে ঘোষনা দিয়েছে শিক্ষা মন্ত্রনালয়৷ সবার মোবাইলে মেসেজের মাধ্যমে ফলাফল জানিয়ে দেয়া হবে৷
ঘরে বসে নিজ মোবাইলে ফলাফল পেতে প্রিরেজিস্ট্রেশন করতে হবে৷ রেজিষ্ট্রেশনের বাকি আর মাত্র ২ দিন৷
ওয়েবসাইট থেকে কিভাবে ফলাফল বের করবেন:
মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের নিচের যেকোনো একটিতে প্রবেশ করতে হবে। যথা:
www.educationboardresults.gov.bd
eboardresults.com
www.educationboardresults.gov.bd এ রেজাল্ট দেখার নিয়ম:
www.educationboardresults.gov.bd এ গিয়ে Examination এর স্থানে SSC/Dakhil নির্বাচন করুন।
Year এর স্থানে ২০২০ নির্বাচন করুন।
Board এর জায়গায় আপনি যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন তা নির্বাচন করুন।
Roll এবং Reg: No এর জায়গায় আপনার রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার দিন।
তারপরের বক্সে যত সংখ্যা যোগ করতে বলে তা যোগ করে উত্তর বসান।
Submit বাটনে ক্লিক করে আপনার উত্তর দেখুন।
বি:দ্র: আপনি আপনার প্রতিষ্ঠানের রেজাল্ট দেখতে চাইলে Result Type এর স্থানে Institution Result সিলেক্ট করুন এবং EIIN নাম্বার দিন।
এসএমএস এর মাধ্যমে কিভাবে এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখবেন:
প্রথমে মোবাইলের মেসেজ অপশন এ গিয়ে টাইপ করতে হবে, SSC/Dakhil <স্পেস> বোর্ডের প্রথম তিনটি অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> 2020 এবং পাঠিয়ে দিতে হবে 16222 নম্বরে।
মাধ্যমিক বোর্ডের হলে SSC আর মাদরাসা বোর্ডের হলে Dakhil লিখতে হবে।
উদাহরণ: SSC <স্পেস> Dha <স্পেস> 153630 <স্পেস> 2020 এবং পাঠাতে হবে 16222 নম্বরে।
Sharing is caring!