এলো রমজান
আরিফুল ইসলাম সাকিব
এগারো মাস পরে আবার
রমজান এলো ফিরে,
পাপের বোঝা হালকা করো
সাধন চালাও ধীরে।
একিন দিলে তারাবীটা
নেকির আশায় পড়ো,
সময়মতো খাও সেহেরি
সিয়াম পালন করো।
পাঁচওয়াক্ত সালাত আদায়
করবে রীতিমতো,
খোদার হুকুম করলে পালন
পুণ্য পাবে শত।
কুর’আন পাঠে সময় দিবে
মনোযোগের সাথে,
শবেকদর করবে তালাশ
বেজোড় রোজার রাতে।
Sharing is caring!