গত ২০-১১-১৯ইং ঢাকার বিএমএ মিলনায়তনে তরুণ আলেমদের নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয় । প্রায় দেড় শতাধিক যুবক আলেম এতে উপস্থিত হন৷ সোন্দর এ অনুষ্ঠানটির আয়োজন করে ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় কমিটি৷
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপিস্থত ছিলেন নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম৷ তরুণ আলেমগণ তাদের সমকালীন ভাবনা ও সমকালীন বিভিন্ন ইস্যুতে খোলামেলা আলোচনা করেছেন৷ করেছেন ইসলামী আন্দোলনের সমালোচনাও৷ রেখেছেন বিভিন্ন প্রশ্ন৷
মুফতী ফয়জুল করীম সেসব প্রশ্ন মন দিয়ে শুনেছেন৷ সব প্রশ্নের যৌক্তিক ও তথ্যপুর্ন জবাব দিয়েছেন অত্যন্ত হৃদ্যতা ও আন্তরিকতার সাথে৷
তার পুরো বক্তব্যে উঠে এসেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের ঐক্যচিন্তা কী, ঐক্যের ধরন ও ঐক্যপ্রক্রিয়ার সম্ভাবনার কথা৷
তিনি বলেছেন, “ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি ঐক্য প্রয়াসী সংগঠন৷ আমরা ঐক্য চাই৷ তবে ঐক্য হতে হবে ইসলামকে সামনে রেখে৷ ইসলামী স্বার্থ বাদ দিয়ে কোন ঐক্যে আমরা বিশ্বাসী না৷
আমাদের লক্ষ বাংলাদেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা৷ যারাই এ লক্ষের সাথে একমত হয়ে ঐক্য গড়তে চায়, তাদের সাথে আমরা ঐক্য করতে আগ্রহী৷
সংগঠনের প্রতিষ্ঠাতা আমীর চরমোনাই পীর সাহেব মরহুম ফজলুল করীম রহঃ বলেছিলেন, “যদি আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ রাজনৈতিক দলগুলো ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য কাজ করে, আমি তাদের খাদেম হয়ে থাকবো”৷
মুফতী ফয়জুল করীম ঐক্যচিন্তা বিষয়ে আরো বলেন, দল আমাদের উদ্দেশ্য নয়৷ যদি অন্য কোন দল ইসলাম প্রতিষ্ঠা করতে চায়, আমাদের আপত্তি নেই৷ শুধুমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশের মাধ্যমেই ইসলাম প্রতিষ্ঠা করতে হবে, বিষয়টি এমন নয়৷
বিভিন্ন সময় ইসলামপন্থিদের মধ্যে ঐক্যচেষ্টা করা হয়েছে, কিন্তু তাতে বিভক্তি আরো বেড়েছে৷ ইসলামী ঐক্যজোট, ইসলামীক মোর্চা ইত্যাদী প্লাটফর্ম গড়ার পর নেতাদের মাঝে আরো বেশি ফাটল সৃষ্টি হয়েছে৷ দল বেড়েছে৷ কিন্তু ইসলামের কোন ফায়দা হয়নি৷
অনেকে বলে, আমরা নাকি সবসময় ঐক্য থেকে দুরে থাকি৷ একলা চলি৷ আসলে আমরা ঐক্য ঐক্য খেলা দেখতে চাইনা৷ আমরা টেকসই ঐক্য চাই৷ যে ঐক্য ইসলামের স্বার্থ রক্ষা করবে৷ যে ঐক্য বিভক্তি না বাড়িয়ে পরস্পর দুরত্ব কমাবে৷
পরিশেষে বলতে চাই, অতিতের সকল ব্যর্থতা মুছে, সকল ভুল শুধরিয়ে ইসলামী নেতাদের ঐক্য সময়ের সর্বোচ্চ দাবী৷ নিজেদের মাঝে কাঁদা ছোড়াছোড়ি বাদ দিয়ে আন্তরিকতা বাড়ানো উচিত৷ দেশের ক্রান্তিলগ্নে ইসলামী নেতারা যদি দল ও নিজেদের স্বার্থ ভুলে ঐক্য গড়তে না পারেন, জাতি আপনাদের ক্ষমা করবেনা৷ একদিন ইতিহাসের কাঠগড়ায় আপনাদের দাড়াতে হবে৷
লেখক
হাফেজ মাওলানা ইব্রাহীম খলীল
সহ-প্রশিক্ষণ সম্পাদক
ইসলামী আন্দোলন বাংলাদেশ
সৌদি আরব কেন্দ্রীয় কমিটি৷
Sharing is caring!