এ দেশের বাতাস
জুড়ে শুনতে পেয়ে
বোন আমার বিবস্ত্র হয়ে
চাইছে ক্ষমা ওদের তরে
উঠে গেছে আজ শান্তি
নেই কোথাও সস্তী
এখনো শুনি দেশের আকাশে
ধর্ষক দের উক্তি
বাবা বলে পায়না রক্ষা
দিতে হয় ইজ্জত
এদেশে আসছে তেড়ে
আইয়য়ামে জাহেলিয়্যাত
হে নারী সম অধিকার বলে
আলেমদের দিয়েছো ধিক্কার
আজ কেন বলছো তুমি
এদেশে ইসলামী দরকার
আজ চাও যদি তুমি
রক্ষা পেতে
প্রবেশ করো ইসলামেরই
ঐ খুটিতে
# আলাউদ্দীন জিহাদ
রচনাকাল ৭/১০/২০২০
Sharing is caring!