স্টাফ রিপোর্ট:
ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ দারুল উলুম দেওবন্দের শাইখুল হাদিস আল্লামা মুফতি সাঈদ আহমাদ পালনপুরী ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররিস ও প্রায় একযুগ ধরে বুখারি শরিফের দরস দানকারী উস্তাযুল আসাতেযা শাইখুল হাদিস মুফতী সাঈদ আহমাদ পালনপুরীর ইন্তেকালে শোকাহত বিশ্বের সব আলেম উলামা ও ভক্তবৃন্দ।
মুফতি সাঈদ আহমাদ পালনপুরী গত ১৪ মে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে বার্ধক্যজনীত কারণে শারীরিক অবস্থার আরো অবনতি হলে আইসিউতে ( নিবিড় পরিচর্যা কেন্দ্র) স্থানান্তর করা হয়। আজ সকালে তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
Sharing is caring!