হেফাজতে ইসলাম বাংলাদেশ এর আমীর ও এশিয়া বিখ্যাত ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম হাটহাজারীর মহাপরিচালক, দেশের অবিসংবাদিত সর্বোচ্চ ধর্মীয় নেতা শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রহ: এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে ইসলামী যুব আন্দোলন চট্টগ্রাম উত্তরজেলা।
আজ সন্ধ্যায় জেলা সভাপতি এম.এ.এস হাম্মাদ বিন আহমদ ও সাধারণ সম্পাদক এম ওমর ফারুক আজাদ গণমাধ্যমে পাঠানো এক যৌথ শোক বার্তার মাধ্যমে এ শোক প্রকাশ করেন।
বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, আল্লামা আহমদ শফী ছিলেন একবিংশ শতাব্দীর সবচেয়ে প্রভাবশালী ও সর্বোচ্চ ধর্মীয় নেতা। দেশের অধিকাংশ কওমি মাদরাসার বোর্ডের সর্বোচ্চ মুরুব্বির দায়িত্ব পালনের পাশাপাশি ইসলাম ও দেশ বিরোধি সকল ষড়যন্ত্রের মুকাবিলায় তিনি সিপাহসালারের দায়িত্ব পালন করে গিয়েছেন। এছাড়াও দীর্ঘ সময় ধরে হাদিস শরীফের অধ্যাপনার মাধ্যমে তৈরী করেছেন হাজার হাজার দীনদার-মুত্তাকী ও দেশপ্রেমিক আলেম। তার এ অবদান ইতিহাসের পাতায় কৃতজ্ঞতাচিত্তে চির স্মরণীয় হয়ে থাকবে।
এছাড়াও বিবৃতিতে যুবনেতৃদ্বয় মহান আল্লাহর দরবারে শায়খুল ইসলাম এর বেহেস্ত কামনা ও পরিবার,ছাত্র এবং ভক্তকুলের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
বার্তা প্রেরক:
মুহাম্মদ আবু সায়েম।
প্রচার সম্পাদক: ইসলামী যুব আন্দোলন চট্টগ্রাম উত্তরজেলা
কার্যালয়: সোলায়মান মার্কেট (৫ম তলা), কাচারি সড়ক মোড়,হাটহাজারী, চট্টগ্রাম।
Sharing is caring!