আমি আবরার হয়ে আমার দেশকে নিয়ে লিখে যাই বারবার।
আমার দেহ কেড়ে নেক কেহ যদি ও তা আবার।
দেশের স্বার্থে লিখেছি আমি সেটাই তো আজ অন্যায় ‘জয় হিন্দ’ বলেও ওরা কেন পার পেয়ে যায়!
বলো না আমায়?
মুসলিম হয়ে চেহারায় দাঁড়ি আমার তাই মেতেছে ওরা হিংসায় ।
চলে গেলাম আমি আবরার আসবো না কভু আর আমরণ দেশের স্বার্থে লিখে যাবে, লড়ে যাবে সবে এটাই আরজি আমার।
শহীদুল ইসলাম মামুন
ইসলামিক কবি,
তরুণ লেখক ও সাংবাদিক
Sharing is caring!