এম. এ. করীম
(বিশেষ প্রতিনিধি) নোয়াখালী জেলা:
বাংলাদেশী প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফরহাদ কে গত ৬ অক্টোবর রাতে ছাত্রলীগ সন্ত্রাসীরা স্টাম্প দিয়ে পিঠিয়ে হত্যা করা হয়। তার প্রতিবাদে সারা বাংলাদেশে সকল কলেজ, ইউনিভার্সিটিতে হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। তারী ধারাবাহিকতায় আজ নোয়াখালীর শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাভেশ অনুষ্ঠিত হওয়ার কথা। সকাল ১০টার সময় নোয়াখালী প্রেসক্লাবের সামনে শিক্ষার্থীরা জড়ো হতে থাকলে পুলিশ তাদের উপর হামলা চালায়। এতে অনেক শিক্ষার্থী মারাত্নক ভাবে আহত হয়। তারপরেও শিক্ষার্থীরা পিছু না হেটে সামনে এগিয়ে আসলে এক পর্যায়ে পুলিশ সড়ে দাড়ায়। তারপর প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সময়ের জন্য মানববন্ধনের অনুমুতি দেয়। এতে শিক্ষার্থীরা দাবি জানায়, আবরার হত্যাকারীদের দ্রুত সর্বোচ্চ শাস্তি দিতে হবে।
Sharing is caring!