আফগানিস্তানের কান্দাহার ও পাকতিয়া প্রদেশে সন্ত্রাসী হামলায় ১৩ জন নিহত হয়েছে।
কাবুল কান্দাহার প্রদেশের পুলিশ মুখপাত্র জামাল নাসের বারকাজির বরাত দিয়ে জানিয়েছে আজ দুপুরের আগে কান্দাহারের আর্গেস্তান শহরে সন্ত্রাসীরা বোমা বিস্ফোরণ ঘটালে অন্তত ৯ জন বেসামরিক নাগরিক নিহত এবং ৫ জন আহত হয়।
অপরদিকে পাকতিয়া প্রদেশেও একটি মহাসড়কের কাছে অনুরূপ বোমা বিস্ফোরণের ঘটনায় ৪ পুলিশ নিহত হয়েছে।
কোনো ব্যক্তি বা গোষ্ঠি এখনও এসব হামলার দায়িত্ব স্বিকার করেনি।
আফগানিস্তানে যুদ্ধবিরতি সমাপ্তি এবং আশরাফ গণি সরকারের পক্ষ থেকে তা নবায়ন করতে তালেবানরা অস্বীকার করার পর থেকে রাজধানী কাবুলসহ সেদেশের বিভিন্ন এলাকায় বিচ্ছিন্ন হামলার ঘটনা বেড়ে গেছে। এসব হামলায় বহু সামরিক বেসামরিক লোকজন হতাহত হয়েছে।
তালেবানদের সঙ্গে আমেরিকার ‘কাতার শান্তি চুক্তি’ ব্যর্থ হবার পর থেকে আফগানিস্তানে বিস্ফোরণের ঘটনা বেড়ে গেছে।