আহছানউল ইসলাম
মিরসরাই প্রতিনিধি:
আজ ২১ সেপ্টেম্বর শনিবার মিরসরাই আজমপুর বাজারে আসছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ওয়ায়েজ, ঢাকা জামিয়া তা’লিমিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ও গুলশান বাইতুল মামুর জামে মসজিদের খতিব মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী (কুয়াকাটার হুজুর)।
আজমপুর বাজার আল মদিনা পাঠাগার উদ্যোগে এই মাহফিলে আরও বয়ান করবেন ঢাকা বাতামতলী শাহজাদা মিয়া জামে মসজিদের খতিব মুফতি নজরুল ইসলাম কাসেমী, ফেনীর মাওলানা আবুল কাসেম সহ আমন্ত্রিত ওলামায়ে কেরাম।
মাহফিলের প্রস্তুতি সম্বন্ধে জানতে চাইলে মাহফিল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক জানান, ইতোমধ্যেই আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। চলছে ১৫-২০ হাজার শ্রোতার জন্য সামিয়ানা, আলোকসজ্জা ও সাউন্ডসিস্টেমের কাজ।
Sharing is caring!