আব্দুল্লাহ আল নোমান
ফুলগাজী প্রতিনিধি:
প্রতিবছরের মতো এবারও ২৩ ফেব্রুয়ারী ২০ইং রবিবার দুপুর ২টা ফেনী জেলার ফুলগাজী উপজেলার দক্ষিন বরইয়া মারকাযুল উনুম ইসলামীয়া মাদ্রাসার ময়দানে ইসলামী সম্মেলন এতে সভাপতিত্ব করবেন হযরত মাওলানা মুফতী শহীদুল্লা সাহেব দা.বা. প্রতিষ্ঠাতা পরিচালক জামেয়া রশীদিয়া ,
প্রধান মেহমান হিসেবে থাকবেন আল্লামা মিজানুর রহমান হানাফী আন্তজাতিক আহনাফ সেন্টার সৌদি আরব, বিশেষ অতিথি হিসেবে থাকবেন আল্লামা মুফতী জোবায়ের আহমদ দা.বা এ,জি,বি,কোলনী, জামে মসজিদ মতিঝিল ঢাকা, এবং প্রধান বক্তা হিসেবে থাকবেন মাওলানা ইউসুফ রশীদি সাহেবসহ আরোও দেশ বরেণ্য বহু ওলামায়ে কেরামের উপস্থিত থাকবেন, আপনাদের সকলের প্রতি এন্তেজামিয়ার পক্ষ থেকে দ্বীনি দাওয়াত দেওয়া হয়েছে
Sharing is caring!