নুরুল হুদা মিয়াজী রাসেল
ফেনী শহর প্রতিনিধি:
আগামী ১৬ই অক্টোবর বিকেল ৩টায় সোনাগাজী উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন সফল করার লক্ষ্যে উপজেলা আওয়ামীলীগের প্রস্তুতি সভা অদ্য ০১/১০/২০১৯ ইং বিকেল ৩টায়, উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
সম্মেলনের স্থান- সোনাগাজী মোহাম্মদ ছাবের পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ ।
প্রস্তুতি সভায় নিম্নোক্ত সিদ্ধান্ত সমূহ গৃহীত হয়:-
৬/১০/২০১৯ইং রবিবার, বিকেল ৩টায়, সকল ইউনিয়নে একযোগে সকল জনপ্রতিনিধি, আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হইবে।
বাস্তবায়নে- ইউপি চেয়ারম্যান ও সভাপতি, সম্পাদক ।
৭/১০/২০১৯ইং সোমবার, বিকেল ৩টায় সোনাগাজী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে- সকল জনপ্রতিনিধি, ওয়ার্ড ও ইউনিয়ন সভাপতি সম্পাদক সকলকে নিয়ে সম্মেলন সফল করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।
এতে উপস্থিত থাকবেন জেলা ও উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ ।
০৮/১০/২০১৯ ইং মঙ্গলবার, বিকেলে ৩টায়, উপজেলার সকল ওয়ার্ডে একযোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হইবে।
এতে ওয়ার্ড ও ইউনিয়ন নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধি গণ উপস্থিত থাকবেন।
আয়োজনে- ইউপি মেম্বার ও ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সম্পাদক ।
০৯/১০/২০১৯ ইং বুধবার, বিকেল ৩টায়, উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে, সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে উপজেলা আওয়ামীলীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হইবে ।
আয়োজনে- উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের সভাপতি সম্পাদক বৃন্দ।
সম্মেলন বাস্তবায়ন উপকমিটি:-
অভ্যর্থনা-
জসিম উদ্দিন, জহিরুল আলম জহির,
মঞ্চ ও সাজসজ্জা-
আবুল কালাম, কখম ইছহাক খোকন, সেলিম পাটওয়ারী, আবু তৈয়ব বাবুল,
প্রচার ও প্রকাশনা-
আবদুল মজিদ ভুলু, নুরুল আফছার,
আপ্যায়ন-
শাখাওয়াতুল হক বিটু, রবিউজ্জামান বাবু, রূপন শর্মা,
শান্তি শৃঙ্খলা-
আজিজুল হক হিরণ, মোশাররফ হোসেন মিলন, মোশাররফ হোসেন বাদল, ফারুক হোসেন, নুরুল ইসলাম ভুট্টো, আবদুল মোতালেব রবিন, মীর এমরান।
অর্থ-
জোবেদা নাহার মিলি, বেলায়েত হোসেন, শেখ নুরুল হুদা, শাহিন গণি।
যোগাযোগ ও ব্যবস্থাপনা-
সেলিম পাটওয়ারী, আবু তৈয়ব বাবুল, আজিজুল হক হিরণ, আবদুল মন্নান, আবদুল কাদের ।
দপ্তর-
এডভোকেট নাছির উদ্দিন বাহার, দাউদুল ইসলাম মজনু, সোলতান আহমদ, লিটন।
Sharing is caring!