শহীদুল ইসলাম মামুন
ফেনী প্রতিনিধি:
দ্রব্যমূল্য কমাও জনগণ বাঁচাও। চাল, ডাল, পেয়াজ,শাক, সবজিসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর দাম সাধ্যের বাহিরে হওয়াতে ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল সারাদেশে জেলায় জেলায় বিক্ষোভ করবে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ। তারই ধারাবাহিকতায় আগামীকাল ফেনীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল শুক্রবার বাদে আছর ফেনী জেলা শহীদ মিনার চত্বর থেকে ইসলামী যুব আন্দোলনের সংগ্রামী সভাপতি মাওলানা হারুনুর রশীদের নেতৃত্বে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। উক্ত বিক্ষোভ মিছিলে ফেনী জেলার সকল উপজেলার নেতা কর্মীদের বিক্ষোভ মিছিলে অংশ গ্রহণ করার জন্য আহ্বান জানান।
Sharing is caring!