বহুল প্রচারিত অনলাইন নিউজ পোর্টাল আওয়ার বাংলাদেশ টোয়েন্টিফোর ডটকম-এর উপদেষ্টা পদে থাকার সদয় সম্মতি প্রকাশ করেছেন বিশিষ্ট আলেম ও লেখক মাওলানা তৈয়ব উল্লাহ নাসিম।
আজ শনিবার (৩ জুলাই) তিনি আওয়ার বাংলাদেশ টোয়েন্টিফোর ডটকম-এর উপদেষ্টা হিসেবে মনোনীত হন।
মাওলানা তৈয়ব উল্লাহ নাসিম বর্তমানে সৌদি আরব (রিয়াদ)–এর এক জামে মসজিদের সুযোগ্য ইমাম হিসেবে দায়িত্বরত আছেন। এছাড়া বিশিষ্ট এই আলেম তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশ সৌদি আরব (ওয়াদি আদ-দাওয়াস) শাখার সভাপতি, জামিয়া আজিজিয়া প্রাক্তন ছাত্র পরিষদ –এর সভাপতি ও ইক্বরা তালীমুল কুরআন একাডেমী –এর সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন।
উপদেষ্টা হিসেবে মনোনীত হয়ে তিনি বলেন, মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহর পক্ষ থেকে আমার কাছে এ দায়িত্ব এসেছে। ধন্যবাদ জানাই সবাইকে। সেই সাথে আমি আশাবাদী আমাদের এই পত্রিকা সমাজের বাস্তব চিত্র তুলে ধরে সামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে । দেশের অগ্রযাত্রাকে সামনের ধীকে এগিয়ে নিয়ে যেতে অনন্য ভূমিকা পালন করবে।

Sharing is caring!