অবুঝ ভালোবাসা
মোঃ জাহিদুল ইসলাম
তুই খুবই অবুঝ রে
কেন এড়িয়ে যাস তুই মোরে
খুব ভালোবাসি তোরে
বোঝাই কি করে,
কেন বুঝিস না তুই
তুই খুবই অবুঝরে,
তোরে ভালোবাসি
মনটা উজার করে।
তুই তো আমার
পরান পাখিরে
তুই খুবই অবুঝ রে
তোরে বুঝাই কি করে,
কত ভালোবাসি তোরে
চাসনা কেন বুঝতে,
তোরে রাখিবো আমি
বুকের ভেতরে
তুই খুবই অবুঝ রে
তোরে বোঝাই কি করে।
Sharing is caring!